Wellcome to National Portal

আগামী ২৪শে অক্টোবর ২০২৪ খ্রি. থেকে মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদেরকে তাদের স্কুলে এবং ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুল বর্হিভূত মেয়েদেরকে নিয়মিত টিকাদান কেন্দ্রে ০১ ডোজ  টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

Main Comtent Skiped

সাম্প্রতিক অর্জনসমূহ

গণযোগাযোগ ও আন্ত:ব্যক্তিক যোগাযোগের মাধ্যমে তথ্যসেবা প্রদান করে উন্নয়নমুখী জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণকে উদ্বুদ্ধ করা গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ের তথ্য অফিসের মূল দায়িত্ব। বিগত তিন বছরে জেলায় জনসচেতনতামূলক ৪৫৩টি চলচ্চিত্র প্রদর্শনী, ১০৪টি উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান, ৭২টি উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা, সড়কে ৫৫৯ইউনিট জনগুরুত্বপূর্ণ বার্তা/কথামালা প্রচার এবং আর্থসামাজিক ইস্যুতে ৬৩টি আলোচনা সভা/মতবিনিময় সভা, মহিলা সমাবেশ ও শিশু মেলা/সমাবেশ সম্পাদন করা হয়েছে। যাতে সর্বমোট ৪,৮১,৫০০ জন দর্শক সমাগম হয়েছে।